মাছরাঙা ওই পুকুর পাড়ে
শিকার ধরে খায়
সকাল বিকেল খুঁজছে মাছ
নেই অন্য দায়।

চারা পোনা পেলেই খুশি
ভাবনা কিছুই নাই
চুনোপুঁটি পায় না ছাড়
সবই তাদের চাই।

সাঁঝের আলো গেলেই নিভে
ফিরবে তারা বাসায়
প্রতিদিন ওরা পুকুর পাড়ে
যায় মাছের আশায়।

আসছে এবার বর্ষা ঋতু
মাছের হবে না অভাব
পুকুর নদী টইটম্বুর
মাছ খোঁজাটাই স্বভাব।

বাড়বে জল ছুটবে মাছ
ঝরবে অঝোরে বৃষ্টি
একূল ওকূল দুকূল ভেসে
মাছের হবে সৃষ্টি।

      *****

রচনাকাল -
২৮শে জুন ২০২৪