বানভাসি মানুষ অসহায়
ডুবে যাচ্ছে সুখের আবাস ভূমি
সংসার তলিয়ে গেছে জলের নীচে।

কান্না কাব্য হয়ে যায় অলীক আঁধারে
বানভাসি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ
ভেসে যাচ্ছে অসংখ্য গৃহপালিত পশু।

গৃহহীন মানুষ হাবুডুবু খায় বিবর্ণ অন্ধকারে
জোনাকির আলোই সম্বল -
দিন রাত্তিরের ফারাক বোঝা যায় না।

এতো জল কতো দশক দেখে নি বাংলাদেশ
ধ্বংসাবশেষে খুঁজেই চলেছে বংশ ভিটে
সবাই এখন নদী গর্ভের বাসিন্দা।

        *****

রচনাকাল -
২৫শে আগস্ট ২০২৪