বাইশে শ্রাবণ শুধু একটা তারিখ নয়
বিশ্বকবিকে চোখের জলে বিদায়ের দিন
অবিরাম বৃষ্টিতে ধুয়ে যায় কান্নার জল
তবুও রোখা যায় না সেই অবোধ অশ্রু।
বাইশে শ্রাবণ পালন করে বাঙালি তথা বিশ্ববাসী
তাঁর গান বেজে ওঠে হৃদয়ের আঙিনায়
শ্রদ্ধায় স্মরণে নতজানু হয় সব অঙ্গীকার
আজীবন তোমাকে নিয়ে গর্ব করবে সব্বাই।
বাইশে শ্রাবণ এক মহাপুরুষের মহা প্রস্থান
প্রভাত ফেরী শঙ্খ বাদন মালা চন্দনে দিন শুরু
সারাদিন ধরে সভা সমিতিতে অনুষ্ঠিত হয় সাহিত্যের কর্মশালা
বাংলা সাহিত্যে বিশ্বকবির অবদান অনস্বীকার্য।
*******
রচনাকাল -
০৭ই আগস্ট ২০২৪