বসন্ত দিন
শীত হয়েছে ছুটি
খুশির বীন।


বসন্ত রোদ
ঝরা পাতার গান
মুক্তির স্বাদ।


কোকিল ডাকে
বসন্ত উৎসব
রঙিন স্বপ্ন।


বসন্ত ঋতু
পলাশ হল লাল
হোলির রঙ।

    ****