বসন্ত দিন
আবার এলো ফিরে
রঙিন মন।

    ২
ফাগুন বেলা
পলাশ হল লাল
আবির খেলা।

     ৩
শীতের শেষ
ঝরা পাতার কাব্য
গাছে মুকুল।

    ৪
মাঘী পূর্ণিমা
বসন্ত উৎসব
পার্বণ শুরু।

    ৫
হৃদয়ে রঙ
লাগে কখন যদি
রঙ ওঠে না।

     *****

রচনাকাল -
১৭ ফেব্রুয়ারী ২০২৪