বসন্তের কোকিল ডাকছে বসে ডালে
শীতের আমেজ যায়নি এখনও চলে
বসন্ত উৎসবে প্রেয়সীকে পাই যদি
রঙিন হবে হৃদয়ের সব নদী
আমের মুকুল নীরবে কথা বলে।

          *****