পিছন ফিরে তাকিয়ে দেখি
একটি বছর শেষ
দুঃখ সুখের দোদুলদোলায়
ভুলবে হিংসা দ্বেষ।

রঙিন আবির ধূসর হবে
জীবনে থাকবে দ্বন্দ
ভালোবাসা হোক অম্ল মধুর
হৃদয়ে জাগছে ছন্দ।

ঝড় উঠেছে দুঃসময়ে
সামলে নিয়েছি সব
চাঁদে গিয়ে আবার মানুষ
করছে কলরব।

স্মৃতির পাতায় স্বপ্ন লিখে
ভুলবো সকল দুখ
নতুন বছরে হাসুক মানুষ
মিটবে সবার ভুখ।

কলতান করে জন সমুদ্র
আসছে নতুন ভোর
ভালোবাসা বন্ধুত্ব থাক চিরকাল
খুলে দাও বাহুডোর।

       ******

রচনাকাল -
২৬ ডিসেম্বর ২০২৩