বাংলা ভাষা হৃদয় ভাষা
গাই জীবনের গান
গুলিবিদ্ধ তাজা প্রাণের
নেই কী কোনো দাম।

শহীদ বেদী মুক্ত মঞ্চ
রক্তে লেখা প্রাণ
বাঁচিয়ে রাখতে বাংলা ভাষা
জীবন বলিদান।

    *****