পাথরের বুক ফেটে বেরিয়ে আসছে চারা গাছের শৈশব
আজন্ম অযত্নে বেঁচে থাকে -
অবহেলা তাদের নিত্য সঙ্গী
তবুও প্রকৃতির কোলে বেড়ে ওঠে অবলীলায়।

বন্ধ্যা জীবন থেকে মুক্তি খুঁজছে সব্বাই
যত্নহীন গাছেরা মুক্তি খোঁজে না
প্রকৃতির আবহাওয়াই ওদের মুক্তাঞ্চল।

দু'চোখের কালি কিছুতেই কমছে না
যত সময় যাচ্ছে ঝাপসা হয়ে আসছে দৃষ্টি
হৃদয়ের উঠোন জুড়ে গভীর শোক -

প্রকৃতির সাথে সখ্যতা করতে জানে না মানুষ
মৃত অশ্রুরা ছটফট করে অলীক অভিমানে
মানুষের কান্না মুছে দিতে পারে প্রকৃতিই।

          ******

রচনাকাল -
১ ডিসেম্বর ২০২৩