পাখিদের গান শুনতে হলে
হও পাখিদের বন্ধু
জাতি ধর্মের নেই ভেদাভেদ
নয় মুসলিম নয় হিন্দু।

ওদের ভাষা বুঝে গেলেই
বসবে এসে বুকে
সব দুঃখের হবে অবসান
থাকবে তোমরাও সুখে।

      *****