রঙিন জীবন খুশির ফোয়ারা তোলে
হৃদয় জুড়ে রয়েছে বসন্ত দিন
শীতের শেষে ঝরবে সকল পাতা
দু চোখে লেখা ভালোবাসার কথা
দখিনা হাওয়ায় ছড়াবে বকুল গন্ধ।

       ######