বৈঠকী আড্ডার দিন শেষ -
পরিত্যক্ত বৈঠকখানায় ধুলো জমছে
সরল সাদাসিধে জীবন যেন হারিয়ে যাচ্ছে
সবই রঙ করা মেকি মনে হয়।

বৈঠকখানার  আড্ডায় উঠতো হাসির তুফান
ঘন কুয়াশায় আঁধার জীবনের পথ আরো অন্ধকারে ভরা
সুখ দুঃখের কতো সাক্ষ্য বহন করে বৈঠকখানা।

অস্তাচলে যাওয়া সূর্যও ফিসফিস করে কথা বলে
লন্ঠনের আলো নিভু নিভু হলেও আড্ডা শেষ হতো না
আধুনিক জীবনে মানুষের সময় কোথায়
সবই যান্ত্রিক মনে হয় -

ফ্ল্যাট বন্দী জীবনে উন্মুক্ত হাওয়া কোথায়
সভ্যতা চুরি করে নিয়েছে মানুষের আসল সুখ
খোলা মনে আড্ডা দেওয়ার দিন চিরতরে হারিয়ে যাচ্ছে।

             *******

রচনাকাল -
২০ জানুয়ারী ২০২৪