গ্রামের মানুষ ভোর দেখতে পায়
পাখিদের কলতানে মুখরিত আকাশ বাতাস
শহর জানে না ভোর কাকে বলে
শোনা হয় না কোকিলের সুরেলা ডাক।
বসন্ত এসে গেছে -
শিমুল পলাশ আবীর রঙে লাল
দখিনা হাওয়ার ছোঁয়ায় খুশির খবর
দোলের রঙে রঙিন হবার দিন।
জীবন সুখের হবে এমন আশা কই
থমকে দাঁড়িয়ে আছে অসুস্থ রোদ্দুর
শিশির ভেজা ভোরের আলোয় জীবন বদলে যায়
কবিতা বেঁচে থাক মানুষের জন্যে বসন্তের হাত ধরে।
******
রচনাকাল -
২৫শে ফেব্রুয়ারী ২০২৫