বাদল দিনে মনের সুখে
গাইব সুখের গান
ভিজে মাটির গন্ধ পেয়েই
সবুজ পাবে প্রাণ।
আষাঢ় মাসে বৃষ্টি ভিজে
মাঠও বলবে কথা
কৃষকের মুখে ফুটবে হাসি
কমবে সকল ব্যথা।
তীব্র গরম জ্বলছে শরীর
চাইছে মানুষ বৃষ্টি
ক্লান্তির মেঘ যাবেই সরে
হবেই নতুন সৃষ্টি।
বাদল দিনে সূর্য লুকায়
পাই না তার দেখা
সারাটা দিন বৃষ্টি ঝরে
বর্ষার ছবি আঁকা।
*****
রচনাকাল -
৩রা জুলাই ২০২৪