হঠাৎ ঝড় হঠাৎ ভাঙন
হঠাৎ ধূলিস্যাৎ
রঙিন জীবন সুখের প্রদীপ
সবই হল কাৎ।

দিনের আলো এক নিমেষে
সবই লণ্ডভণ্ড
ভাঙল ঘর উড়ল ছাদ
হঠাৎ খন্ড খন্ড।

মরণ লেখা ঝড়ের হাতে
সুখটা হল ছিন্ন
রুদ্র প্রকৃতির তাণ্ডবে আজ
জুটল না দুমুঠো অন্ন।

ফসলের মাঠ আমের মুকুল
সবই  হয়েছে নষ্ট
সময়ের যত যায় পেরিয়ে
মানুষের বাড়ে কষ্ট।

দুঃসময়টা পেরিয়ে মানুষ
খুঁজবে আবার সুখ
নতুন প্রভাতে বাঁচার মন্ত্র
ভুলবে সবাই দুখ।

      ******

রচনাকাল -
১লা এপ্রিল ২০২৪