বাতিল ঘোড়ার মতো জীবন
অথচ একটা সময় সব্বাই বাহবা দিতো
ছুট মানেই প্রথম -
গর্বে বুকটা ফুলে উঠতো।

জীবনটা একটা বড় ময়দান
এখানে পিছন ফিরে তাকাবার সময় নেই
নষ্ট রোদ্দুরে পুড়ে যাচ্ছে হৃদয়ের উপনিবেশ
বাতিল ঘোড়াকে কেউ মনে রাখে না।

ময়দান জুড়ে হাজারও মানুষের ভীড়
হাততালিতে ফেটে পড়ছে গোটা রেসের মাঠ
ছুট ছুট আর ছুট ...
ছোট্ট জীবন, লড়াইয়ে হারলে চিরকালের জন্য বাতিল।

            *******

রচনাকাল -
১০ই জানুয়ারি ২০২৫