আকাশের চাঁদ নেমেছে মাটিতে
জোছনা ঘুমায় দ্বারে
বারুদ শরীরে আসে না ঘুম
মানুষ কি আর করে?
অসুখ বুকে লুকিয়ে রেখে
কান্নার বিছানা পাতে
চিরকালটা তবুও হাসে
জীবন যুদ্ধে মাতে।
দেবতার পায়ে পুজো দিতে দিতে
নতজানু হয় শির
পাথর দেবতা আজও নীথর
মানুষ পাবে না ক্ষীর?
দু'চোখের জলে কান্না কাব্য
নীরবে লিখছে কবি
নীল জোছনায় বেঁধেছি ঘর
হৃদয়ে রঙিন ছবি।
চৈত্রের শেষে প্রভাত আলোকে
মানুষ গাইছে গান
নতুন বছর নতুন আশা
ছন্দে ফিরবে প্রাণ।
*****
রচনাকাল -
১০ই এপ্রিল ২০২৫