শীতের চাদর গায়ে জড়িয়ে মানুষ
জাঁকিয়ে শীত এসেছে বাংলার বুকে
পরিযায়ী পাখি করছে সুখে স্নান
কাঁপছে বাংলা কাঁপছে গোটা দেশ
দুয়ারে দাঁড়িয়ে প্রতিক্ষা করে বড়দিন।

         *****