মিলন মেলা
বইমেলার গন্ধ
খুশির ভেলা।

প্রতি বছর
শীতেই হয় শুরু
এ বইমেলা।

বইমেলাতে
লক্ষ লক্ষ পাঠক
নতুন স্বাদ।

উড়ছে ধুলো
সবাই পদাতিক
নেই ভ্রুক্ষেপ।

গুণী মানুষ
কবি ও সাহিত্যিক
লহ প্রণাম।

   ****

রচনাকাল -
২৪ জানুয়ারী ২০২৪