ইতিহাস খুঁড়ে কান্না লিখেছি
দেখেছি রক্তের দাগ
চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত
মিটিয়েছে যতো রাগ।
শক হুন পাঠান মোঘল
করেছে শাসন দেশ
ইংরেজ ছিল দু'শ বছর
উলঙ্গ করেছে বেশ।
স্বাধীনতা হীন মাতৃভূমি
মোছাতে চোখের জল
কতো যুবক হয়েছে শহীদ
নেই তো কোনো ছল।
রক্ত দিয়ে প্রাণ দিয়েছেন
জীবন বলিদান
শৃঙ্খল মুক্ত ভারত ভূমি
চাইবে কী প্রতিদান?
ক্রীতদাস নেই স্বাধীন দেশে
তবুও মারছে চাবুক
বলছি সবাই স্বাধীন হয়েছি
ভাবুক মানুষ ভাবুক!
*******
রচনাকাল -
৮ই নভেম্বর ২০২৪