চলতে চলতে হোঁচট খেয়েছি
তখনই ধরেছ হাত
একশ চার উঠেছে জ্বর
জেগেছ যে সারা রাত।

একমুখ দাড়ি অভুক্ত পেট
দারিদ্র্য মেরেছে থাবা
তবুও আমি চেঁচিয়ে বলি
তুমিই যে আমার বাবা।

        ****