আয়নার সামনে দাঁড়াই প্রতিদিন
চিনতে পারি না নিজেকে -
প্রতিবিম্ব থেকে মৃত আত্মা কথা বলে
ক্ষত বিক্ষত নিজের নিজস্বতা।
চমকে উঠে নিজেকে দেখি -
ভয় গ্রাস করে, কাঁপন ধরে হৃদপিন্ডে
একমুঠো অন্ধকার সরিয়ে আলোর সন্ধানে নামি
জীবন যৌবন কেমন যেন ঝাপসা হয়ে গেছে।
ভাবছি আয়না দেখা ছেড়ে দেবো
কিন্তু পারি নি -
প্রতিদিনই দাঁড়িয়ে দেখি নিজের নিঃস্ব হয়ে যাওয়া
ক্ষয় ক্রমশ ক্ষততে পরিনত হচ্ছে।
আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে
তবুও আয়নার সামনে দাঁড়াই অভ্যাস মতোই
হৃদয়ের গভীরের ক্ষত বিবর্ণ হয় না
আঁধারের বুক চিরে জ্বলজ্বল করছে ক্ষতের ভগ্নাংশ।
******
রচনাকাল -
২৫শে ২০২৪