ফুঁসছে নদী অনেক রাগে
ভাসিয়ে দেবে দুকূল
চোখের জলে কান্না লিখো
ভাঙবে সকল ভুল।

শ্রাবণ ধারায় যাবে ভেসে
কোথায় পাবে সুখ
ছলাৎ ছলাৎ শব্দ ওঠে
মিটবে না কভু ভুখ।

বাঁধে ফাটল ঢুকছে জল
ভয়ে কাঁপছে বুক
মেঘ ভাঙা বৃষ্টি এসেই
হারিয়ে গেল সুখ।

শয়ে শয়ে মরছে মানুষ
জমছে লাশের পাহাড়
ডুকরে কাঁদে সজন হারা
জোটে না দুমুঠো আহার।

অন্ধকারে ডুবে আছে
গ্রামের পর গ্রাম
আলো নেই অসুস্থ জল
ভুলেছে নিজের নাম।

    *****

রচনাকাল -
৩রা আগস্ট ২০২৪