দু'চোখ থেকে উবে গেছে ঘুম
রাত জাগতে জাগতে চোখের নীচে কালি
অন্ধ দেবতার পায়ে তবুও পুজো দিই আমরা
নিজেদের ভীষণ নিঃসঙ্গ মনে হয়।
হৃদয়ের পাটাতনে নীল জোছনার উৎসব
তবুও উচ্ছ্বাস নেই অসুস্থ অঙ্গীকারে
বরফ জমছে উচাটন অন্ধকারে
সময় সংলাপ হয়ে যায় মধ্যবিত্ত সংসারে।
হাসির বারান্দায় বসে আছে দারিদ্র্যের উপোস
দখিনা হাওয়ায় ভেসে যায় অনাগত সুখ
ঋণ থেকে মুক্তি নেই -
উদাসীন জীবনে সোনালী রোদ্দুরের দেখা মেলে না কখনও ...
*****
রচনাকাল -
২১শে মার্চ ২০২৫