একটা বসন্ত চেয়েছিলাম -
কিন্তু জীবনে বসন্ত আসে নি কখনও
বসন্ত উৎসবে রঙ মাখতে চেয়েছি তা হয় নি আজও
হৃদয়তে যেন সাহারা মরুভূমির খরা।

শিশিরের কলতান ভেসে আসে -
বসন্তের গান থমকে গেছে নীল জোছনায়
তবুও আশায় বুক বাঁধি -
ছন্নছাড়া রোদ্দুর পেরিয়ে হেঁটে চলেছি অনন্তকাল।

সুখ থেকে বঞ্চিত চিরকাল -
সুখের চরে অনাহূত মেঘের লুকোচুরি
অতৃপ্ত বসন্ত বুকের পাঁজরে বন্দী
ঘূর্ণিঝড়ের মতো উদভ্রান্ত বল্গাহীন জীবন।

           ******

রচনাকাল -
২৭শে অক্টোবর ২০২৪