আসছে ঝড় থমকে শ্বাস
থমকে চোখের জল
পাখির ডানা থরথর কাঁপে
পাবে কোথায় বল!

এক নিমেষে সবই শেষ
অতীত দুঃখে ভরা
হারিয়ে যাবে সোনা রোদ্দুর
জীবনে আসবে খরা।

      *******