খাদের কিনারে একটু দাঁড়িয়ে
জিরিয়ে নিতে চাই
অসুস্থ জীবন আর কটাদিন
সুখটা যেন পাই।
প্রকৃতির বুকে এতো আনন্দ
কোথাও পাবে না আর
ছন্দ সুখের উল্লাসে ভাই
একটু নাও তো ভার।
আগুনে পুড়লে শুধুই ছাই
মানুষ হবে কী খাঁটি
নতজানু হয়ে করো প্রণাম
নইলে জীবন মাটি।
এই পৃথিবী দেখবে ক'দিন
সবাই জ্যান্ত লাশ
কখন গলায় জড়িয়ে যাবে
মস্ত একটা ফাঁস।
সুখ চেয়েছি কান্না ভুলে
দেখিনি গভীর খাদ
এক জীবনে শুধুই সুখ
দুঃখ কী যাবে বাদ?
*****
রচনাকাল -
১৩ই মে ২০২৪