দু'ফোঁটা অশ্রু আঁচলে বেঁধেছি
ভালোবাসা মরা নদী
দুখের জীবনে সুখের জোয়ার
আসে কোনোদিন যদি!
ভালোবেসে তার ধরেছি হাত
ছেড়েছি আয়েসী জীবন
ভালোবাসা আজ ক্ষত বিক্ষত
চাইছি শুধুই মরণ।
বাপের বাড়ির দুয়ার বন্ধ
সুখটাই হল চুরি
নষ্ট রোদ্দুরে সোহাগ পোড়ে
মিথ্যেটা ভুরিভুরি।
ভালোবাসাটাই শুধু ছলনার
দুঃখটা উপহার
হৃদয় উপকূলে ধরেছে ভাঙন
যাতনা হয়েছে প্রহার।
ভালোবেসে কেউ ছেড়ো না ঘর
ছাড়ে না অশ্রু পিছু
ক'জন পায় ভালোবাসা, সুখ
শুধু করি মাথা নিচু।
******
রচনাকাল -
২৫শে এপ্রিল ২০২৪