শ্রাবণের ধারা হারিয়ে গেছে
তৃষ্ণার্ত জমির বুক
অশ্রু নদীতে জল থৈ থৈ
কোথায় আছে সুখ?
আষাঢ় পেরিয়ে এসেছে শ্রাবণ
কোথায় বাদল ধারা
শুকিয়ে মাঠ শুকায় সবুজ
জীবন বদ্ধ কারা।
গুমোট গরম ঘামছে মানুষ
বইছে গরম হাওয়া
বর্ষার মেঘ আকাশে বেড়ায়
শান্তিতে জোটে না খাওয়া।
শ্রাবণের ধারা অবিরাম ঝরবে
কৃষক করবে চাষ
এমন ফসল উঠবে ঘরে
অন্ন থাকবে বারোমাস।
এমন সুদিন আসবে কবে
ভাবনা হবে দূর
শ্রাবণের ধারায় নতুন বেহাগ
বাঁধবো গানে সুর।
******
রচনাকাল -
১৮ই জুলাই ২০২৪