বসন্তের রোদ্দুর ফিকে হয়ে যায়
চোখের জলে ভিজে ওঠে ধর্মতলা সভামঞ্চ
চাকরি হারালেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক
যারা যোগ্য তারাও বাতিলের খাতায়।

এতোগুলো পরিবার আজ ভীষণ অসহায়
শিক্ষকদের সম্মান মাটিতে মিশে গেছে
কে নেবে এর দায়, কে নেবে দায়িত্ব
হাজারও অভিমান ভীড় করে আসে জীবনের বালুকাবেলায়।

শুধু চোখের জলই সম্বল -
অসহায় আর্তনাদ কেউ কী শুনতে পায়
যারা সুখ চেয়েছিল তাদের জীবনে ঘোর অমানিশা
শিক্ষা জগতে যেন শোকের ছায়া, হৃদয় বিদারক কান্না।

           *****

রচনাকাল -
৪ঠা এপ্রিল ২০২৫