মানুষ ঘুমোতে পারে না -
অর্ধমৃত জ্যোৎস্না আলোয় অন্ধকার কাটে না
আলো আঁধারি বস্তিতে স্বপ্নভঙ্গ হয় প্রতিদিন
পুড়ছে শরীরের গভীর ক্ষত, তবুও ক্ষত পোড়ে না।

বিবর্ণ সন্ধ্যা ভেঙে ভেঙে জ্যোৎস্না আসে
তবুও সুখের আলোর দেখা মেলে না
কতো মানুষ উৎসবে মশগুল -
ভালোবাসাহীন পৃথিবী জুড়ে মরা ঝিনুকের কঙ্কাল।

পাথরের বুকে কাব্য লিখে কী লাভ
ঘুমের মধ্যে হাতড়ে বেড়ায় শীর্ণ মানুষ
নীল রাত্তির থেকে ভেসে আসছে গোঙানির শব্দ
কোনোদিন কী কপালে লেখা থাকবে না সুখের জলছবি!

             ******

রচনাকাল -
৮ই এপ্রিল ২০২৪