অন্তর্যামীকে কতো ডেকেছি
আজও দেয় নি সাড়া -
মিছিলে হাঁটতে হাঁটতে তোমার ধূসর মুখটা দেখেছি
চিনতে পারি নি, হারিয়ে গেছো মিছিলের ভীড়ে।

মাঝে মাঝে স্বপ্নে আসে
আবার স্বপ্নেই মিলিয়ে যায়
ধড়ফড় করে উঠে বসি যদি দেখা পাই
না, তাঁর দেখা মেলে না কখনও ...

অন্তর্যামী বলে আছে কী কিছুই
নাকি সবটাই মায়ার খেলা -
জীবনের অন্ধকার দরজার ওপারে দাঁড়িয়ে আছে সর্বদা
কখনও কী দেখা মিলবে অন্তর্যামীর।

দুঃখের শামিয়ানার নীচে বসে আছে লক্ষ কোটি জনতা
ঝড় তুফানে খড়কুটোর মতো ভাসিয়ে দাও সব্বাইকে
মানুষের কান্না বাঁধ ভাঙার চেয়ে কম নয়
কান্নায় গলার স্বর বন্ধ হয়ে আসছে তবুও তোমাকেই ডাকছে অন্তর্যামী।

         ********

রচনাকাল -
২৮ শে মে ২০২৪