মস্ত বড় উঠোন
ভালোবাসার ছড়াছড়ি
অনেক লোক, একান্নবর্তী পরিবার
ঝুটঝামেলা লেগেই আছে
তবুও একটা অন্য সুখ আছে।
নদীর স্রোতের মতো কলরব করে
একে অপরের সুখ দুঃখের সাথী
বসন্ত উৎসবে মেতে ওঠবে সব্বাই
জীবন রঙিন হয়ে ওঠে
শুকনো পাতার মর্মর ধ্বনি শোনা যায়।
ভালোবাসার রোদ্দুর উঠোন জুড়ে
একান্নবর্তী পরিবার ক্রমশ হারিয়ে যাচ্ছে
শৈশব খুঁজে বেড়ায় ধূসর অতীত -
মন খারাপের দিনলিপি কাব্য হয়ে যায়।
*****
রচনাকাল -
৫ই ফেব্রুয়ারী ২০২৫