অঙ্কে বরাবর কাঁচা -
পাশ নম্বর তুলতেই কালঘাম ছুটে যেত
প্রত্যেক পরীক্ষায় অঙ্কে ফেল
জানা অঙ্কও ভুল হয়ে যায়।
জীবনের পরীক্ষায়ও ডাহা ফেল
সব হিসেব গুলিয়ে তালগোল পাকিয়ে গেছে
অন্ধকার সুড়ঙ্গ দিয়ে বয়ে চলে যৌবনের নদী
জ্যামিতি পরিমিতি বীজগণিত পাটিগণিত সবেতেই বড় গোল্লা।
জীবনের বাঁকে বাঁকে থমকে গেছে জ্যোৎস্নার হ্রদ
হিসেবে গোলমাল হতে হতে উত্তর আজও মেলাতে পারি নি
গোলকধাঁধার মধ্যে হারিয়ে যায় মধ্যবিত্তের সুখ
দুঃখের নদীতে ভাঙনের গ্রাস চিরকালীন।
*******
রচনাকাল -
১৫ই মে ২০২৪