জোছনাময় জীবন কখনও জোটে না
অন্ধকারের স্বর্গে বেশিরভাগ মানুষ
গরীব অন্ধকারকে স্বর্গ ভাবে -
বর্ণহীন চাঁদের জোছনা গরীবের ঘরে ঢোকে না।
শীতের কষ্ট থেকে মুক্তি মিলেছে মানুষের
খোলা উঠোন কিংবা ফুটপাত -
খোলা আকাশের নীচে লক্ষ কোটি মানুষের বাসস্থান
ঘুম আসে না, প্রকৃতির বিছানায় শুয়ে আছে মানুষ।
শীতের গুহা থেকে বেরিয়ে এসেছে ওরা
অন্ধকারে জোনাকির আলোয় সংসার
বেঁচে থাকলে ঝড় ঝাপটা আসবেই -
ভাঙা ভাঙা স্বপ্নের রোদ্দুর একদিন মানুষ দেখবেই দেখবে।
******
রচনাকাল -
১৫ই মার্চ ২০২৫