আগমনী গান আকাশে বাতাসে
সকল মানুষ মুগ্ধ
বাজলো তোমার আলোর বেণু
থামবে এবার যুদ্ধ।
শিশির ছোঁয়ায় দেয় ভিজিয়ে
হৃদয়ের যতো কালো
মা বললেন থাক ভালো থাক
তোদের দেবো আলো।
আকাশ প্রদীপ জ্বালিয়ে সবাই
জীবন খুঁজে পাই
ও জননী এসো তুমি
চরণে দিও ঠাঁই।
কাশফুল দোলে হিমেল বাতাসে
বাজছে আগমনী গান
সব মানুষকে রেখো ভালো
সবই মায়ের দান।
বাজলো তোমার আলোর বেণু
অমানিশা হবে দূর
তোমার আশীষ পড়ুক ঝরে
বাজুক পুজোর সুর।
******
রচনাকাল - ২৬ সেপ্টেম্বর ২০২৩