ফুটছে পলাশ বনে বনে
রঙ লেগেছে মনে
কোকিলের ডাকে ভোর এসেছে
ভালোবাসার উপবনে।

শিমুল পলাশ বসন্ত দিন
আলোয় ভুবন ভরা
হৃদয় দুয়ারে অনাগত সুখ
কাটুক দুখের জ্বরা।

      *****