বসন্ত উৎসব পেরিয়ে গেছে
এখনও ওঠে নি রঙ
মুখোশ খুলে দাঁড়িয়ে আছে
সারি সারি সঙ।
আকাশে মেঘ হৃদয়ে আঁধার
থমকে আছে ভোর
আলোর সিঁড়ি হাতড়ে মরি
কোথায় পাবো জোর!
সবার উপরে মানুষ সত্য
এ কথা মানে না কেউ
কলি যুগে মানুষ অসুর
আসুক হাজার ঢেউ।
দখিনা হাওয়ায় শিমুল পলাশ
প্রকৃতির মুখে হাসি
আমের মুকুল শাখায় শাখায়
দুঃখ জ্বরা কাশি।
মেঘ রোদ্দুর বৃষ্টি কথা
ব্যথায় ভরে বুক
আকাশ জুড়ে মেঘের ভেলা
মানুষ পাবে কী সুখ!
*****
রচনাকাল -
২১শে মার্চ ২০২৫