বুকের পাঁজরে নীল অভিমান -
সন্তান বড় হলে আর কথা শোনে না
শৈশবের দিনগুলো খুবই মায়াময় লাগে
আলোর রোশনাই জ্বলে হৃদয়ের বালুচরে।

একটা সময় শৈশব হাত ছেড়ে দেয়
বড় হয় শিশু বাবা মায়ের ছত্রছায়ায়
মাটিতে হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়ায়
উঠোন জুড়ে যেন রামধনুর উৎসব।

তবুও একদিন হারিয়ে যায় সব খুশির রঙ
পড়াশোনা শেষ করে শুরু হয় চাকরি জীবন
বিয়ের পরে শুরু হয় নতুন এক অধ্যায়
আর তখনই বেশিরভাগ পরিবারে অশান্তির মেঘ।

দূরত্ব বাড়ে সন্তানের সাথে বাবা মায়ের
অবহেলা তাদের নিত্য সঙ্গী -
বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ জীবনযাপন
স্নেহ ভালোবাসাগুলো হয়ে যায় অলীক উপনিষদ।

          ******

রচনাকাল -
৯ই নভেম্বর ২০২৪