সন্তান বুকে জড়িয়ে জননী
হৃদয়ের বালুচরে নীল রোদ্দুর
স্নেহ মমতার প্রতিমূর্তি শুধু জননী
আঁচল ছায়ায় বড় হয় সন্তান।

একান্ত আপন নিজেরই রক্ত
ভালোবাসার ফসল হল সন্তান
বুকে আগলে রেখে বড় করে
সন্তান কী মনে রাখবে জননীর সুধা?

         *******