জীবন রঙিন হতে চায় এই বসন্তে
ভালোবাসা বসন্ত উৎসব খুঁজে বেড়ায়
চোখের কাজলের রঙ ধূসর হতে চায় না।
এক টুকরো অভিমান লিখে রাখি হৃদয়ে
বোবা রোদ্দুর উঠোনে শুয়ে আছে
শিমুল পলাশের মতো হৃদয় লালে লাল।
থমকে দাঁড়িয়ে আছে অসুস্থ কান্না
নীল অভিমানে পুড়ছে শ্মশান কাঠ
বসন্তের হাত ধরে হেঁটে চলেছে প্রেমিক প্রেমিকা।
সমাজ সংসার মিথ্যে হয়ে যায় -
ভালোবাসা নতজানু হয় না জাতের কাছে
উজান গাঙে ভেসে চলেছে ভালোবাসার ডিঙি।
*****
রচনাকাল -
৩রা মার্চ ২০২৫