শ্রমের দাম ( অনুকাব্য )
***************

আজ শ্রাবণের মেঘলা দিনে
হৃদয় খুলে ভিজি
বৃষ্টি ঝরে অঝোর ধারায়
শৈশবকে আবার খুঁজি।

শ্রাবণ আকাশ নেই অবকাশ
কৃষকের ঝরে ঘাম
তবুও কৃষক আশায় থাকে
মিলবে শ্রমের দাম।

      *****



আকাশ ছোঁয়া ( পঞ্চবান কাব্য )
*********************

লুটছে টাকা দালাল ফড়ের দল
সবজির দামে আকাশ ছোঁয়ার ছল
কমবে দাম এমন নেই আশা
ধনীরা খুঁজছে সুখের নতুন বাসা
গরীবের চোখে কান্না ভাসা ভাসা।

            *******