আগুন উপত্যকায় সবুজ ঘাস নেই
কান্নার রঙ ধূসর হয়ে যায়
পাখিরা গান গাইছে নীল সমুদ্রের বিছানায় বসে
চোখের ইশারায় স্বপ্ন ভেঙে যায় প্রতিদিন।

অলীক অভিমান বুকে নিয়ে দাঁড়িয়ে আছি
ছন্নছাড়া মানুষগুলো বড়ই অভাগা
আগুন উপত্যকার আখ্যান লিখতে চায়
কিন্তু কিছুতেই পারে না।

সবুজ মরে যায় বিনা কারণে -
মানুষ বুঝতে পারে না আজও কেন এমন হয়
অন্ধকার গুহার মধ্যে থেকে গোপন দীর্ঘশ্বাস শোনা যায়
আলো বাতাসহীন গুহায় প্রাণ আছে নিশ্চয়ই...

            ******

রচনাকাল -
২০ শে জুন ২০২৪