আমি মৃত্যুর সাথে লুকোচুরি খেলি
ছাড়ে কখনও পিছু -
রক্তাক্ত হৃদয় ভুবনের মরু পথ
লিখে দিয়েছি জীবনের নথিপত্রের হিসেব।

ভুল পথে হেঁটে চলেছি অনন্তকাল ...
একটা পাও সঠিক ফেলতে পারি নি
পা ফেলার পরেই বুঝতে পেরেছি সবটাই ভুল
কেন সারা জীবন আঁধারের উপনিষদ লিখে গেলাম?

জ্যোৎস্নার নদী তিরতির করে বয়ে চলেছে
যেখানে আলোর সমুদ্রে অবগাহন করে মর্ত্যের মানুষ
মৃত্যু পরোয়ানা নিয়ে বসে আছি যুগ যুগ ধরে
নগ্ন রাত্তির পেরিয়ে গেলেই দুঃখের ইতিহাস খুলে কী লাভ?

অশ্রু ভাঙা নদী থেকে সুখ চুরি হয়ে যায়
শরীর ডুবে যাচ্ছে অন্ধকারের কান্না নিয়ে
শুধু কবিতার জন্য বেঁচে থাকি হাজার বছর
বাঁচতে চাই, কিন্তু মরণ কাব্যের দুয়ারে উঁকি মারে যমরাজ।

         ******

রচনাকাল -
১৫ই এপ্রিল ২০২৪