দু'চোখ জলে গেছে ভরে
সবই ঝাপসা দেখি
মুছে কী হবে সারাটা জীবন
কান্নাটা নয় মেকি।

মনের দরজা খোলাই রাখি
যদি আসে কিছু সুখ
অন্ধ জীবন বন্ধ্যা সময়
সদাই পেটেতে ভুখ।

আকাশ জুড়ে বর্ষার মেঘ
তবুও নামে নি বৃষ্টি
ভাঙা সংসার অচল পাথর
এই গরীবের কৃষ্টি!

ঠিকানা হল মাটির দাওয়া
ভাঙা কুটিরের চালা
ফিরেও দেখে না বিধাতা পুরুষ
যতই পরাও মালা।

ছোট্ট জীবন হামাগুড়ি দেয়
লেখা হয় ইতিহাস
বুকের পাঁজরে লেগেছে আগুন
গরীব আজও ক্রীতদাস।

       *******

রচনাকাল -
২৬শে জুন ২০২৪