নদীর বাঁকে                অবুঝ মন
          ধূলায় ঝিনুক খোঁজে
মেঘ বালিকা               হাওয়ায় ভাসে
            ঝর্না তাকে বোঝে।

হিমেল বাতাসে                ভোরের শিশির
              ভেজায় ঘাসের বুক
ঝিনুক কুড়িয়ে                  প্রেমিক যুগল
            পেয়েছে তাদের সুখ।


চাঁদের বুকে                   কলঙ্ক দাগ
          জোনাকির দেহে আলো
পূর্ণিমা চাঁদ                   জ্যোৎস্না ছড়ায়
            নদী জল ছল ছলো।

অবুঝ হাসি                  নদীর জলে
           ছড়ায় সুরের মায়া
অবুঝ হৃদয়                 সানাইয়ের সুর
           জোছনা ছড়ায় প্রিয়া।

    *******