মনের বয়স বাড়বে না আর
রাখো মুখে হাসি
হৃদয়টাকে উদার করো
দুঃখ হবে বাসি।

বয়স বয়স করে যারা
সদাই ঘামায় মাথা
অসুখ ভুলে হাসতে থাকো
দূর হবে যতো ব্যথা।

বাড়ছে বয়স ভাঙছে শরীর
মুখের হাসি ম্লান
মনের বয়স কম ভাবলেই
করবে সাগরে স্নান।

জীর্ণ শরীর হাজার অসুখ
বেঁচে থাকাই দায়
তবুও মানুষ লোভের বশে
উদার হতে চায়!

আকাশ জুড়ে রামধনু রঙ
সবাই পারে অন্ন
অ আ ক খ করো শুরু
জীবন হবে ধন্য।

     ******

রচনাকাল -
৯ই জুলাই ২০২৪