আবারও আকাশে মেঘের ঘনঘটা
ঘুম ভেঙে চেয়ে দেখি আকাশ আঁধারে ঢাকা
জোনাকির কান্না থামতেই চায় না।
হাওয়া অফিসের খবর দীপাবলিও ভাসবে জলে
এমনিতেই ঘোর অমানিশি -
তার সাথে আবার নতুন ঘূর্ণাবর্ত।
বাঁচবে কী করে মানুষ?
লক্ষ্মীপুজোর রাতও ভেসে গেছে জলে
কান্নার ইতিকথা হৃদয়ের বালুচরে লেখা হয়।
আতসবাজি রঙমশাল সব কী ম্রিয়মান হবে?
জ্যান্ত মানুষের কঙ্কাল আর হাসে না
প্রকৃতির কাছে হেরে গেছে বোবা মানুষ।
******
রচনাকাল -
২৮শে অক্টোবর ২০২৪