আসছে ধেয়ে ঘূর্ণি ঝড়
পাচ্ছে সবাই ভয়
কাঁপছে বুক নেই তো সুখ
সব কী হব ক্ষয়?

ডুবে যাবে সোনার ফসল
এখন হলে বৃষ্টি
আর কতকাল প্রকৃতি বিরূপ
নষ্ট হবে সৃষ্টি?

শরৎ ঋতু নিয়েছে বিদায়
উধাও হিমেল হাওয়া
সুখের বসতি কাটবে আঁধারে
এই কী জীবনে চাওয়া?

আবার একটা ঘূর্ণি ঝড়
করবে সবই নষ্ট
মুষলধারে নামবে বৃষ্টি
বাড়বে হৃদয়ে কষ্ট।

মাঠের ফসল শাকসবজি
আগুন হবে দাম
গরীব মানুষ বাঁচবে কেমনে
করো হরি নাম।

      *****

রচনাকাল -
২১শে অক্টোবর ২০২৪