বৃষ্টি ভেজা রোদ্দুর -
এতিম শিশুর অজানা শৈশব
ভবিষ্যৎ জানে না কী লেখা আছে!
ভিজে মাটিতে এতিম শিশু খেলা করে
কাদা মাখা শরীর -
অবহেলা যাদের নিত্যদিনের সঙ্গী।
অভুক্ত কান্না গিলে নেয় নীরবে
এতিমখানায় কতো বেজন্মা শৈশব ডুকরে কাঁদে
বড় হয় শিশু, কেউ বা ভালো কেউ মন্দ হয়।
দুঃখকে উপহাস করে এতিম শিশু
পরিচয়হীন ভাবে বেঁচে থাকার যন্ত্রণা ক'জন বোঝে
নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এতিম জীবন।
******
রচনাকাল -
২১শে সেপ্টেম্বর ২০২৪